রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঝাকঝমকপূর্ণ আয়োজনে জগন্নাথপুরের রৌয়াইল গ্রামবাসী কর্তৃক রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব, রৌয়াইল ২- ১ গোলে খাগাউড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও স্থানীয় ক্রীড়া সংগঠক মাহবুব হোসেন মিটু ও আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল আজিজ ময়না মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব শাহজাহান সিরাজী ও শাহাদুল হক।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান ইলিয়াস, আমিরুল হক নানু, আমিরুল হক বাবলু, তোফায়েল আহমদ ও ইটালী প্রবাসী দেবাশীষ কুমার দাশ ও মাইদুর রহমান রাজনের সৌজন্যে চ্যাম্পিয়ন দলের কাছে প্রথম পুরস্কার মোটর সাইকেল হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
স্থানীয় ক্রীড়ানুরাগী মনজুরুল ইসলামের সৌজন্যে রানার্সআপ দল খাগাউড়া ফুটবল একাডেমির কর্মকর্তাদের হাতে দ্বিতীয় পুরস্কার একটি ফ্রীজ তুলে দেন গ্রামের মুরব্বীয়ান ও অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ, সেরা গোল রক্ষক, সেরা খেলোয়ার ও সেরা দর্শক ক্যাটাগড়িতেও পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য গত ২৭ মে উদ্বোধন হওয়া এই ফুটবল টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।
Leave a Reply