রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৯০ কোটি ৮২লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ সময় পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর, সাংবাদিক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমবার (৩১ জুলাই) দুপুরে পৌরসভা অডিটরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্য রেখে এ বাজেট প্রনয়ন করা হয়েছে। পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি।
তিনি বাজেট বাস্তবায়নে ও পৌর সভার সার্বিক উন্নয়নে পৌরবাসীর সহাযোগীতা কামনা করেন।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পৌর সভা মসজিদের ঈমাম মাওলানা আলী আহমদ,গীতা পাঠ করেন সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল আবেদীন, সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,
প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ, সাংবাদিক, আব্দুল হাই, আব্দুল ওয়াহিদ,শাহজাহান মিয়া, হিফজুর রহমান জিয়া, গোবিন্দ দে প্রমুখ।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি কোটি ৩২ লক্ষ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা।
উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫০ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫০ লাখ টাকা।
বাজেট অধিবেশনে বক্তাগন পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ দাবী- দাওয়া তুলে ধরলে জন নন্দিত মেয়র আক্তার হোসেন সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তিনি অচিরেই জগন্নাথপুর কেন্দ্রীয় কবর স্হানের কাজ শুরু করার ঘোষনা দেন ও পাশ্ববর্তী সড়কে ব্রীজ নির্মান সহ নানা উন্নয়ন মূলক কাজ শুরুর আশ্বাস প্রদান করেন। দুই বারের নির্বাচিত সৎ ও ন্যায়পরায়ণ মেয়র হিসাবে পরিচিত
মোঃ আক্তার হোসেনের আন্তরিক প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাকা রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এবং বর্তমানে কয়েকটি ওয়ার্ডে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
জনপ্রিয় মেয়র আক্তার হোসেন জগন্নাথপুর পৌরসভা কে একটি আধুনিক পৌর সভায় রুপ দিতে সকলের সার্বিক সহাযোগীতা ও দুয়া কামনা করেন।
Leave a Reply