রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। তিনি বিএনপির এক নেতাকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ দণ্ডিত হয়ে বিদেশে বসে এদেশ পরিচালনা করতে চায়। দেশ পরিচালনা করতে হলে দেশে আসতে হবে। তিনি বলেন, এদেশের বাঙ্গালিরা তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কারা দেশের উন্নয়নে এবং জনগনের সুখ দুঃখে পাশে থেকে রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বিএনপির উদ্যেশ্যে বলেন, আসুন নির্বাচনে, মানুষের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশ আমাদের সবার। দেশের শান্তি শ্ঙ্খৃলা বজায় রাখা আমাদের সকালের দায়িত্ব। বিশৃঙ্খলাকারী কাউকে
এদেশের মানুষ পছন্দ করে না।
বৃহস্পতিবার দুপুরে তাঁর নির্বাচন এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী আঞ্চলিক গণহত্যা দিবস উপলক্ষে শ্রীরামিসি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গেনে আয়োজিত শহিদদের স্মরণে এক আলোচনাসভায় এসব কথা বলেন। সরকারের এ মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবারিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে বিজয়ী করতে হবে। তিনি বলেন, একটি গোষ্টি গুজব রটায়, রাতে ভোট হয়েছে। আপনারা বলুন, দেশের কোথাও কি এমন ঘটনা ঘটেছে। আমি তিনবার নির্বাচন করেছি। এমনটি হয়েছি দেখিনি। মানুষ তাঁর নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়। ভোট কারো নিকট
থেকে জোর করে আনা যায় না। এটা স্বাধীন দেশ। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল। মুক্তিযোদ্ধের পক্ষের দল। অসম্প্রাদায়িক বাংলাদেশ নির্মাণে আমরা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। শ্রীরামিসি
শহিদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক কবির হাসান মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন,সুনামগঞ্জ
জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রতৌশলী মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, শ্রীরামিসী স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া, পরে গণহত্যায় নিহত, শহিদ পরিবারের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া বৃত্তি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।
এরআগে মন্ত্রী সকাল ১০টায় উপজেলার কলকলিয়া বাজারে আইইএলটিএস কোচিং সেন্টার অক্সফোর্ড একাডেমির উদ্ধোধন করেন।এছাড়া তিনি
মিরপুর ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নে ৯৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৯০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ধোধন করেন।
Leave a Reply