শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় বাধাঁ সৃষ্টি করে এবং শোভা যাত্রা চলাকালে দলীয় নেতাকর্মীর সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরশহরের চিলাউড়া পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। পরে জগন্নাথপুর- রানীগঞ্জ- ঢাকা আঞ্চলিক মহাসড়কস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে পৌর পয়েন্টে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি বিএনপির দলীয় অফিসে যায়। অফিসের সামনে নেতাকর্মীরা দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকলে সেখানেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বক্তব্য দেন নেতাকর্মীরা।
জগন্নাথপুর উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সহ সাধারণ সম্পাদক এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, এম.এ মুকিত, সৈয়দ মোছাব্বির আহমেদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা বের করলে পুলিশ বাঁধা সৃষ্টি করে একপর্যায়ে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরী করে পথসভা করলে তাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য আমরা বলি। কিন্তু এতেও তারা কর্ণপাত না করে নানা ধরনের উস্কানি দেয়।
Leave a Reply