শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমদ।
শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশপ্রাপ্ত কমিটিতে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মাসুম আহমদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটি অনুমোদন হওয়ার পর থেকে তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা যাচ্ছে ।
উল্লেখ্য, সৈয়দ মাসুম আহমদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
সৈয়দ মাসুম আহমদ বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রতিটি আসনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমিও কাজ করে যাবো।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা সভাপতি নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।
Leave a Reply