শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইআবি/রেজি/ প্রশা/ফা. গ. ব/ স-২০/২০১৭/১১৬৪ স্মারক মূলে গভর্নিং বডির অনুমোদন করা হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক গত১৭-১০-২০২৩ইং তারিখের স্বাক্ষরিত এক পত্রে গভর্ণিং বডির প্রথম সভা থেকে তিন বছরের জন্য বডি অনুমোন করা হয়।
গভর্নিং বডির সভাপতি মো. আবিবুল বারী (উপাচার্য কর্তৃক মনোনীত), সহ- সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন চৌধুরী, বিদ্যুেৎসাহী প্রতিনিধি জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( উপাচার্য মহোদয় কর্তৃক মনোনীত), বিদ্যুেৎসাহী প্রতিনিধি মোহাম্মদ শিহাব উদ্দিন চৌধুরী ( মা: শি: বো: কর্তৃক মনোনীত), বিদ্যুেৎসাহী প্রতিনিধি অনুমোদন সাপেক্ষে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হবে ( ডিজি কর্তৃক মনোনীত), সদস্য মো. আছাদুল হক ( শিক্ষক প্রতিনিধি), সদস্য মো. আশরাফুল আলম ( শিক্ষক প্রতিনিধি), সদস্য মো. নজমুল ইসলাম ( শিক্ষক প্রতিনিধি), সদস্য মো. রাসেল রহমান (অভিভাবক প্রতিনিধি), সদস্য মো. জিল্লুর রহমান (অভিভাবক প্রতিনিধি), সদস্য মো. মাশ্বাদুল হক চৌধুরী রাসেল (অভিভাবক প্রতিনিধি), সদস্য উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, জগন্নাথপুর ( চিকিৎসক), সদস্য মো. বজলুর রশীদ চৌধুরী ( দাতা), সদস্য সচিব অধ্যক্ষ হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা।
তাছাড়া বিগত ১৮-৬-২০২৩ইং তারিখে ইআবি’ র ভিসি মহোদয় এক পত্রের মাধ্যমে এ গভর্ণিং বডির সভাপতি হিসেবে আবিবুল বারীকে এ বডির সভাপতি মনোনয়ন/ অনুৃমোদন দেন। ঐ তারিখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিতান্ত সুচারুভাবে দায়িত্ব পালন করে আসছেন। সভাপতি মনোনয়নের পর থেকে নির্বচিত ও যথাকর্তৃপক্ষ কর্তৃক মনোনীত সদস্য মন্ডলী অত্যন্ত দায়িত্বশীলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
Leave a Reply