নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহরে খেয়াখাটের নিকট থেকে এ লাশ উদ্ধার করা হয়। বুধবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর খেয়াঘাটের নিকটে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পানিতে ভাসমান আছে এমন খবরের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির লাশ পানির স্রোতে উজান থেকে নেমে আসে। অজ্ঞাত মানুষটির বয়স আনুমানিক ২৮-৩০ বছর হতে পারে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসছে এমন খবর পেয়ে আমরা গিয়ে সেটি উদ্ধার করি । লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply