শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে মাওলানা সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি ভোটাররা একটি সুস্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন— কয়ছর আহমদ সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: কয়ছর এম আহমদ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে — কয়ছর এম আহমেদ শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান হারুন-বিপ্লবের সাত পদক বাতিল “রক্তের আখরে লেখা জুলাই বিজয় “ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জগন্নাথপুরে জামাতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

শান্তিগঞ্জে বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফ এর স্মরণ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফ এর স্মরণ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: প্রিয় শিক্ষককে নিয়ে একে একে স্মৃতিচারণ করছিলেন শিক্ষার্থীরা। পিনপতন নীরবতা। আবেগে চোখ ভিজে যাচ্ছিল অনেকেরই। বক্তব্যে কেউ কেউ বলছিলেন, ‘আমার পা থেকে মাথা পর্যন্ত সবটুকুই রউফ স্যারের অবদান’। মা-বাবা আমাকে শুধু জন্মই দিয়েছেন। আর বাকিটুকু গড়েছেন রউফ স্যার। এখন আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সরকারের উচ্চপদে কমরত আছি। আজও আমরা প্রিয় শিক্ষক রউফ স্যারকে ভুলিনি। তিনি আমাদের আদর্শ হয়ে আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

 

শুক্রবার বিকেলে উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বরেণ্য শিক্ষাবিদ আলহাজ্ব মো. আব্দুর রউফ এর স্মরণ সভায় পরম শ্রদ্ধা-ভালোবাসায় আবেগাপ্লুত গলায় স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তার শিক্ষার্থীরা।

 

স্মরণ সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাশ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মাসুদু রউফ পল্লব, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভরপ্রাপ্ত) এনামুল কবির, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন, মরহুমের বড় ছেলে সুনামগঞ্জ জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী আজিজুর রউফ বিপ্লব, জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, প্রভাষক অজয় কুমার, সেলিম আহমদ, কবির আহমদ, শিক্ষক ও কবি তালেব হোসেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তালেব, ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

 

সভায় মানপত্র পাঠ করেন শিক্ষক শামিম আহমদ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইমামদুদ্দিন খান মিনহাজ। সভার পর বরেণ্য এই শিক্ষাবিদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষজনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com