শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ সার বিতরন সুবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত উপাচার্যকে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা সুবিপ্রবি শিক্ষার্থীদের  সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের ব্যখ্যা দিল সুবিপ্রবি প্রশাসন  শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ শান্তিগঞ্জে আ.লীগ নেতা ছহিল মিয়া চৌধুরী গ্রেফতার  সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার দিরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু জগন্নাথপুরে বোরো ধানের বাস্পার ফলন; ধান কাটার ধুম পড়েছে হাওর গুলোতে  জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই : কয়ছর এম আহমদ

আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই : কয়ছর এম আহমদ

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আমি আপনাদের মাঝে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সাথে থেকে আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই৷ আমি আশাকরি আপনারা আমাকে এই সুযোগ দিবেন৷ আপনারা পাশে থাকলে আমি এই সুনামগঞ্জ-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করে অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, হাসিনা যখন পালিয়েছে তখন হাসিনার সাথে তার দোষররা বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে প্রবাসে পালিয়ে গেছে৷ আমরা যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যই  আওয়ামীলীগের দোষর ও শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রবাসে বয়কট ঘোষণা করেছি। শুধু শেখ পরিবারই নয় এই আওয়ামী মাফিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা কেউ রেহাই পাবেনা৷
তিনি আরও বলেন, এই দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুরে যারা মেগা প্রকল্প করে আত্নীয়ের নামে, ছেলের নামে, স্ত্রীর নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। এই সুনামগঞ্জে, দক্ষিণ সুনামগঞ্জের টাকা যারা পাচার করে বিদেশে নিয়ে গেছে আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেছি ইনশাআল্লাহ আমরা সফল হবো৷
রবিবার(১৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল মিয়া এবং জেলা যুবদলের সদস্য তুরন খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক সুজাতুর রেজা , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সা’দ মাস্টার, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর প্রমুখ৷
এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com