শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে অত্র ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের অংশ গ্রহনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুন নুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক জনাব কয়ছর এম আহমেদ।
এ সময় এই তরুন নেতা বলেন, একটি অবাধ সুস্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের গনমানুষের দল বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সকল অপরাধী দের বিচারের আওতায় আনা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক জনাব আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জনাব মল্লিক মঈন উদ্দীন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা। শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আইনুল ইসলাম।
Leave a Reply