শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান।
শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরে নির্মিত ৪ কিলোমিটার রাস্তার কাজ পরিদর্শন করেন তিনি৷
পরিদর্শন পরবর্তী কৃষকের সাথে মতবিনিময় তিনি বলেন, আপাতত কৃষকের ফসলের মাটি কেটে সড়কের কাজ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কৃষকরা ফসলের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিষয়টি সরকারকে জানানো হবে।তবে রাস্তাও প্রয়োজন আবার কৃষকের জমি রক্ষা করাও জরুরী৷ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত সরকার নেবে। জনগণের ক্ষতি করে সরকার কোন কাজ করবে না।
এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, প্রকল্প পরিচালক মোঃ মুজিবুর রহমান উপ-প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ৷
Leave a Reply