শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
‘তারুণ্যের গর্জন, তারুণ্যের উচ্ছ্বাস, বদলে দিব আমাদের সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(২৯ মার্চ) বিকেলে সুলতানপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত এই ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ৷
সুলতানপুর পশ্চিমপাড়া যুব সংঘের উপদেষ্টা সিরাজ মিয়ার সভাপতিত্বে ও রুয়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা ফয়জুল হক, জাহাঙ্গীর আলম, মর্তুজ আলী, ইসলাম উদ্দিন, সভাপতি তালেব আলী, সাধারণ সম্পাদক মো: রাজা মিয়া। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অর্থ সম্পাদক ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আলিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন মিয়া, কার্যনির্বাহী সদস্য জহুর, জাবেদ আহমদ ও সদস্য মামুন আহমদসহ প্রমুখ৷
Leave a Reply