বুধবার, ০২ Jul ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ইসরাইলের মধ্যাঞ্চলে সোমবার (১৬ জুন) ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।
জেরুজালেম পোস্ট, চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের খবর বলছে, ইসরাইলের মধ্যাঞ্চলে হামলায় একজন গুরুতর আহত হয়েছে।
ইসরাইলি অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা অনুসারে, ইরানের সাম্প্রতিক হামলার পর ২৯ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে।
ম্যাগেন ডেভিড অ্যাডম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং ২৬ জনের সামান্য আঘাত রয়েছে।
জরুরি পরিষেবা হিব্রু ভাষায় লেখা এক এক্স পোস্টে জানিয়েছে, হতাহতদের জন্য সমস্ত ঘটনাস্থলে অনুসন্ধান এবং অবস্থান অভিযান এখনও জোরদারভাবে অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪
এদিকে, শুক্রবার (১৩ জুন) ভোররাত থেকে চালানো ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।
সুত্র:: দৈনিক যুগান্তর
Leave a Reply