বুধবার, ০২ Jul ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক::
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য ইয়াসামিন আনসারি একজন ডেমোক্র্যাট ও ইরানি বংশোদ্ভূত।
এই কংগ্রেসম্যান বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইসরাইল-ইরান সংঘাত সামলাচ্ছেন, তা নিয়ে তিনি ‘চরমভাবে উদ্বিগ্ন’। খবর বিবিসির।
তিনি বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন, যিনি প্রতিদিন তার মত পাল্টান। কেউই তার কথা বিশ্বাস করে না।
তিনি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো ভালো বা ‘সফল’ ইতিহাস নেই, তাই হস্তক্ষেপ করা উচিত হবে না।
আনসারি বলেন, মনে রাখা জরুরি যে ইরানিরা মানেই সেই শাসকগোষ্ঠী নয়। বিপুলসংখ্যক মানুষ ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী, যারা ১৯৭৯ সাল থেকে এ শাসন ব্যবস্থার কাছে ‘বন্দি’ হয়ে আছে। তাদের দেশের এমন বোমাবর্ষণের শিকার হওয়ার কথা না।
তিনি ট্রাম্পকে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিতে আহ্বান জানান, যাতে করে ‘অপ্রয়োজনীয়ভাবে আমেরিকান সেনাদের প্রাণহানি’ এড়ানো যায়।
Leave a Reply