সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

জগন্নাথপুরে  ২ শতাধিক ভাসমান ব্যবসায়ীদের অপসারণ 

জগন্নাথপুরে  ২ শতাধিক ভাসমান ব্যবসায়ীদের অপসারণ 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৭  আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত  উপজেলা সদরে ভাসমান ব্যবসায়ীদের অপসারণ  অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ২ শতাধিক ভাসমান ব্যবসায়ীদের অপসারণসহ  ৫ ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।পৌর শহরের টিএনটি সড়ক, জগন্নাথপুর বাজার ও চিলাউড়া পয়েন্টস্থ সড়কের দু’পাশে ফুটপাত দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করাসহ দখলদারকে মালামাল সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়।অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ।ইউএনও  মোঃ বরকত উল্লাহ এ বিষয়ে বলেন,  আমাদের অভিযানে জগন্নাথপুর পৌর শহর থেকে  ২ শতাধিক ভাসমান ব্যবসায়ীদের অপসারণ করা হয়েছে। তিনি বলেন, রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা করা যাবে না। কোনো ভ্রাম্যমাণ দোকানও থাকবে না। রাস্তার পাশের দোকানগুলোর বর্ধিত অংশ সরিয়ে নিতে হবে।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, জগন্নাথপুর  থানা পুলিশ ও আনসার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com