শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১৪ জনে। আর করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ পুলিশ সদস্যের।
ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে পুলিশে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। গতকাল রোববার এই সংখ্যা ছিল ৮৫৪। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন পুলিশ সদস্য। আর আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৩১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১ হাজার ২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন একজন।
করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে জীবন দিয়েছেন পাঁচ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপির আর একজন এসবির। তারা হলেন, ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।
৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে।সবশেষ ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
Leave a Reply