শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নতুন ইসি শপথ নেবেন রোববার দীর্ঘ ১৩ বছর পরে বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান এর বাংলাদেশে আগমন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা  জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর; সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে যুক্তরাজ্যের এএন টিভি’র পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা একযুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সুনামগঞ্জ- ৩ আসন; মনোনয়নের ব্যাপারে দৃড়ভাবে আশাবাদী: একান্ত সাক্ষাত কারে বিএনপি নেতা কয়ছর এম আহমদ জগন্নাথপুরে অটোরিক্সা চালক সুজিত হত্যাকাণ্ডঃ অটোরিকশা ও চাকুসহ গ্রেফতার- ৩

জায়গার অভাবে জগন্নাথপুর পৌরসভার ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ থমকে আছে

জায়গার অভাবে জগন্নাথপুর পৌরসভার ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ থমকে আছে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ দীর্ঘ ৮ মাস ধরে শুধু জায়গার অভাবে থমকে আছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ ও পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, বাংলাদেশের মোট ২৩টি পৌরসভার সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের সুবিধার্থে সরকার ৫০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয়। গত প্রায় ৮ মাস আগে প্রকল্পের কার্যক্রম শুরু হলেও শুধু নির্দিষ্ট জায়গার অভাবে থমকে আছে কাজ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ ও পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, পৌরসভার নিজস্ব কোন জায়গা না থাকায় সরকারি জায়গা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার কোন সমস্যা থাকবে না।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় সাড়ে ৪ একর জায়গার প্রয়োজন আছে। বর্তমানে শুধু জায়গার অভাবে প্রকল্পের কাজ চালু করা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com