শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
সানোয়ার হাসান সুনু :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের কৃতিসন্তান বৃটিশ বাংলাদেশ এলায়েন্সের প্রধান সমন্বয়ক ৪ বারের নির্বাচিত কাউন্সিলর লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা বিশিষ্ট সমাজসেবী মোঃ মুজাক্কির আলীকে সমাজসেবায় অবদানের জন্য বৃটেনে এক গণসংর্বধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর কমিউনিটির মধ্যে বিশেষ অবদান রাখায় বার্ণলী সিটি কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ মুজাক্কির আলী ও কাউন্সিলর রফিক মালিক’কে বার্ণলী এন্ড ফেন্ডল ফ্রেন্ডস্লীগ কর্তৃক স্থানীয় পেরিস হলে বিপুল সংখ্যক বাংলাদেশী ও পাকিস্তানি কমিউনিটি মানুষের উপস্থিতিতে সম্প্রতি এক গণ সংর্বধনা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মিঞা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহ সাগিরের পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফিজয়ান আহমেদ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউরিপিয়ান পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিজনেস মনিটরিং কমিটির এম.ই.পি সজ্জাদ করিম এম.পি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ফিজা নিয়াজি। সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মুজাক্কির আলী ও রফিক মালিক, ন্যাশনাল হাইয়ের অথরিটি চেয়ারম্যান সাবাজ খান, সলিসিটর নাদিম আহমদ রফিক ও ফয়জুন্নুর প্রমুখ। এ সময় বক্তারা কমিউনিটি নেতা মুজাক্কির আলী ও রফিক মালিকের দীর্ঘ ১৬ বছর কাউন্সিলরের দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন তাদের অবদান শুধু বার্ণলী কমিটির মধ্যে সীমাবদ্ধ নয়। তারা বৃটেন ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সময় বক্তারা উদাহরন স্বরূপ বৃটেনের সবচেয়ে বড় রায়ওটের কথা তুলে ধরেন। যে রায়ওটে তাদের দু’জনের অক্লান্ত প্রচেষ্ট ও রাজনৈতিক বিচেক্ষনতার দরুন বৃটেন এক বিরাট সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে রক্ষা পায়। অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বেলজিয়াম, ফান্স, বার্মাসহ সকল সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সমাজসেবী মোজাক্কির আলী জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনির পিতা মরহুম হাজী মুনসুর আলী। তিনি জগন্নাথপুর সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যায়নকালে বাবা- মায়ের সাথে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে তিনি বার্ণলী কলেজে লেখাপড়া শেষে লিভারপুল ইউনিভার্সিটি থেকে বি.এ. পাস করেন। পরে মো: মোজাক্কির আলী ইউনিভার্সিটি অব ল্যাংকাশায়ার (ইউসিএল) থেকে এলএলবি পাস করেন। তিনি আইনপেশা ছাড়াও লিভাররেল ডেমোক্রেটিক পার্টির সাথে সর্ম্পৃক্ত। তিনি বৃটেনের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন মসজিদ বার্ণলী ইসলামিক কালচারাল সেন্টারের প্রধান উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড ব্যয়ে এই দৃষ্টিনন্দন মসজিদটি নিমার্ণ করা হয়। প্রায় ২৬ বছর ধরে এই মসজিদের সাথে সর্ম্পৃক্ত থেকে তিনি ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও তিনি রাজনৈতিক,সামাজিক কর্মকান্ডসহ বাংলাদেশী ও স্থানীয় কমিউনিটির উন্নয়নে ব্যাপক ভ’মিকা রাখছেন। তিনি প্রায় ৪০ বছর ধরে বৃটেনে বসবাস করে সেখানকার কমিউনিটি ও বাংলাদেশের মসজিদ-মাদ্রাসা-স্কুল ও গরিব লোকদের ঘরবাড়ি নির্মাণ সহ মানুষের কল্যাণে কাজ করে ব্যাপকভাবে অবদান রাখছেন।
Leave a Reply