শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:: ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থন নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা আড়াইটা থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সেখান এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় চৌহাট্টাসহ আশপাশের সড়কগুলোতে। বন্ধ রয়েছে সড়কও।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের ফুল দিতে দেখা গেছে আন্দোলনকারীদের নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply