রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক কৃতি ফুটবলার আব্দুন নুর(৬০) আর নেই। বুধবার পবিত্র ঈদুল আযহার দিনে সকাল ৯.৩০ ঘটিকায় নিজবাড়ীতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন), মৃত্যুকালে তিনি স্ত্রী চার পুত্র তিন কন্যাসহ বহু আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন। বিকাল ৫.৩০ টায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়, জানাজায় বিপুল সংখ্যাক মানুষ অংশগ্রহন করেন। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাবেক কৃতী ফুটবলার আব্দুন নুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, যুক্তরাজ্যস্থ বার্নলী সিটির সাবেক কাউন্সিলর মোঃ মুজাক্কির আলী, যুক্তরাজ্য প্রবাসী কৃতি ফুটবলার জুবায়ের আহমদ হামজা, জগন্নাথপুর পৌরসভা মেয়র আলহাজ আব্দুল মনাফ,সাবেক মেয়র মোঃ আক্তার হোসেন, জগন্নাথপুর নিউজ ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তৌফিক আলী মিনার, সাবেক পৌর চেয়ারম্যান ও কৃতি ফুটবলার মোঃ মিজানুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ন সাধারন সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ ও আলী আহমদ প্রমুখ।
Leave a Reply