রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছে তার চিত্র আপনাদের চোখের সামনেই ভাসমান। দেশের মানুষের কল্যাণে আওয়ামীলীগ সরকারের ভূমিকা অসামান্য। দেশে দক্ষ জনবল বৃদ্ধিতে প্রত্যেক জেলায় জেলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্সটিটিউট স্থাপন করা হবে।
রোববার বেলা ২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় প্রধান বক্তার বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম.এ মান্নান, তিনি বলেন, আজ সুনামগঞ্জবাসীর জন্য আনন্দের দিন, সুনামগঞ্জবাসীর স্বপ্ন পূরণের দিন, সুনামগঞ্জের উন্নয়নে শেখ হাসিনার অবদান ভুলার মত না। সুনামগঞ্জের কোন প্রকল্প নিয়ে গেলেই শেখ হাসিনা বিলম্ব না করে দ্রুত তার অনুমোদন দিয়ে দেন, তার বাস্তব প্রমাণ আজকের এই টেক্সটাইল ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন।
দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ২ আসনের এমপি ড.জয়া সেন গুপ্তা, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট সামছুন নাহার বেগম সাহানা রব্বানি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, তরুন শিল্প উদ্যোক্তা ও শিল্পপতি শ্যামল রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
শুরুতেই উপজেলা সদরে ১২০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্সটিটিউটের যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এম.পি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এম.পি। উল্লেখ্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নানের প্রচেষ্টায় উক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্সটিটিউটের নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
Leave a Reply