শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূয়া শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ নিস্পত্তি হয়েছে। জানাগেছে, ২০১৪ সালে সহকারি শিক্ষক নিয়োগের মধ্যে নির্বাচিত ৬৩৭ জনের মধ্যে জগন্নাথপুরে ৭ জনের বিরুদ্ধে বহিরাগত মর্মে অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি-সচেতন ব্যক্তি শহিদুল ইসলাম সহ অনেকের স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে চলতি ২০১৮ সালের ২২ অক্টোবর তদন্ত হয়। সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি জগন্নাথপুর এসে এ ঘটনার তদন্ত করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, খলিলুর রহমান, সাংবাদিক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উভয় পক্ষ উপস্থিত ছিলেন।
তদন্তকালে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের আলোকে মানবিক দিক বিবেচনাক্রমে আপোষের মাধ্যমে অভিযোগকারীগণ তাদের অভিযোগ প্রত্যাহার করলে বিষয়টি নিস্পত্তি হয়। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, তথ্য-উপাত্ত যাচাই-বাছাইকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং অভিযোগকারীগণ তাদের অভিযোগ প্রত্যাহার করায় বিষয়টি নিস্পত্তি হয়েছে।
Leave a Reply