শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে গ্রাম বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশনের নবম বর্ষে পর্দাপণ উপলক্ষে কেক কাটা, র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
রোববার সকাল ১০টায় মোহনা টেলিভিশন দর্শক ফোরাম সুনামগঞ্জের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়ন কেক কেটে মোহনা টেলিভিশনের জন্মদিনের শুভ সূচনা করা হয়। পরে একটি র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়নে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশন,দৈনিক বর্তমান ও দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদারের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ র্ধূজুটি কুমার বসু,যুক্তরাজ্যে বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এবং সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল লতিফ জেপি, জেলা পরিষদের সদস্য ফৌজিআরা শাম্মী,সুনামগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,বিশিষ্ট সমাজসেবক ও সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমেদ,চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার,সুজনের নির্বাহী সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিকখবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, নিউজ ২৪ ফোরের জেলা প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন, বিজয় টিভির প্রতিনিধি অরুণ চত্রবর্তী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, দৈনিক আজকালের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, দৈনিক যায়যায়কালের জেলা প্রতিনিধি মহিবুর রেজা টুনু, তরুণলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও জেলা তরুণলীগের আহবায়ক একে মিলন আহমেদ,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহবাজ ইমরান,দৈনিক ডেসটিরি জেলা প্রতিনিধি বিপলু রঞ্জন দাস ,ইয়াং জার্নালিষ্টের সাধারন সম্পাদক রুজেল আহমদ,সহ সভাপতি ২৪ ঘন্টার জেলা প্রতিনিধি কেএম শহীদুল,হাওয়াঞ্চলের কথার স্টাফ রিপোর্টার আলাউর রহমান ও প্রেসক্লাবের সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন গ্রামবাংলার প্রতিচ্ছবি এই শ্লোগানকে বুকে ধারন করেন মোহনা টেলিভিশন ৯ বছরের পথচলায় ইতিমধ্যে হাওরের জেলা সুনামগঞ্জের গ্রাম পর্যায়ের তৃণমূল মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। হাওরের জেলার খবর অত্যন্ত গুরুত্ব সহকারে মোহনা টেলিভিশনের পর্দায় প্রচার করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । সকল ধরনের সংবাদ প্রচারের কারণেই সুনামগঞ্জের মানুষ এই চ্যানেলটির প্রতি এত দূর্বল। তাই আগামীতে অপার সম্ভাবনার এই জেলার উন্নয়ন সমস্যা ও সম্ভাবনার সংবাদ আরো বেশী করে মোহনা টেলিভিশনের তুলে ধরার জন্য মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ¦ কামাল আহমেদ মজুমদারসহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের নিকট দাবী জানান। পরে নেতৃবৃন্দরা আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে অন্যায়ভাবে গ্রেফতারকৃত সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ এর মুক্তির জন্য সরকারের নিকট দাবী জানান।
Leave a Reply