রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিখোঁজ লন্ডন প্রবাসী আব্দুল গফুর হত্যার দায় স্বীকার করে সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে দুই হত্যাকারী।
মঙ্গলবার বিকেলে আদালতে জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের অফিস সহায়ক আবুল কালাম আজাদ ও জৈন্তাপুরের বাসিন্দা জুনাব আলী হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার
হাবিবুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, আদালতে দুই হত্যাকারী হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বলেন ১০ লাখ টাকা আত্মসাতের লোভে লন্ডন প্রবাসী আব্দুল গফুর কে গলাটিপে হত্যা করে। পরে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
উল্লেখ্য জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর কে হত্যা করে লাশ গুম করার অভিযোগে ১৮ মাস পর সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তিন জন কে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply