মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
খুলনার রূপসা বাইপাস সড়কে (লবণচরা থানার কাছে) এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ৪ যাত্রী এবং ওই পাগল নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
ওসি আরও জানান, রূপসা সেতু থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার রূপসা সেতুর দিকে যাওয়ার সময় একজন ভবঘুরে পাগল হঠাৎ প্রাইভেটকারের সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ওই পাগল এবং প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক সাদমান ও যাত্রী মাহমুদ হাসান বাবুর নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
Leave a Reply