মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুরের নলূয়া হাওরের বেরীবাধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে সোমবার বিকেলে ৩ পিআইসি সভাপতিকে আটক করা হয়েছে। আটক কৃতরা হল নলূয়া হাওর দক্ষিণ ও পশ্চিম প্রান্তের ফোল্ডার -১ এর ১৫,১৬ ও ১৭ নং পিআইসি সভাপতি জুয়েল মিয়া মেম্বার ও তার দুই ভাই পিআইসি সভাপতি আবুল কাসেম ও রেজাউল করিম বাদশা। পরে ৭ দিনের মধ্যে বেরীবাধের পুরো কাজ করা হবে এই মর্মে স্থানীয় নাচনী বাজারে শতশত কৃষকের সামনে প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এর উপস্থিস্তিতে মুচলেখা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নলূয়া হাওরের ঐ বাধঁগুলো পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ এমরান হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হারুনুর রশীদ। সরে জমিন পরিদর্শনে ঐ পিআইসি গুলোর কাজে ব্যাপক অনিয়ম ও কারচুপি পরিলক্ষিত হওয়ায় তাদেরকে আটক করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোঃ এমরান হোসেন বলেন, পিআইসি গুলো সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করেনি। এরা দায়সারাভাবে কাজ করছে তাই এদরেকে আটক করা হয়েছে ১ সপ্তাহের মধ্যে পুরো কাজ করা হবে উপস্থিত লোকজনের সামনে মুচলেকার মাধ্যমে পিআইসি সভাপতিদের ছেড়ে দিয়েছি তবে কোন অনিয়ম ও দুনীতি আমরা সহ্য করবনা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুনুর রশীদ বলেন, পিআইসির সভাপতিরা দায়সারাভাবে মাটি ফেলে অত্যান্ত নিম্নমানের কাজ করেছে। তাই এদেরকে আটক করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply