মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে হাওর রক্ষা বাধেঁর কাজে গাফিলতি ও সঠিকভাবে কাজ না করায় নুলুয়ার হাওর ফোল্ডার- ১ বেরী বাধেঁর ১৮ নং পিআইসি সভাপতি টাকন মিয়াকে আটক করে ইউএনও অফিসে নিয়ে আসা হয়। পরে ৩ দিনের মধ্যে সরকারি নীতিমালা অনুযায়ী সঠিক উচ্চতা দিয়ে বাধেঁর কাজ করবে এই শর্তে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে নলুয়া হাওর ১৫নং পিআইসি সভাপতি জুয়েল মেম্বার, ১৬ নং সভাপতি আবুল কাশেম, ১৭নং পিআইসি সভাপতি যুবরাজকে সরকারি নীতিমালা অনুযায়ী ১৫ মার্চের মধ্যে বাধেঁর কাজ সমাপ্ত করার জন্য সর্তক করে দেওয়া হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সাথে আলাপ হলে তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, আমরা প্রতিদিনই হাওরে যাচ্ছি এবং বাধেঁর কাজ তদারকি করছি। কোন ধরনের অবহেলা ও গাফিলতি সহ্য করা হবেনা। তিনি জানান, হাওরের কাজ শেষের দিকে রয়েছে।
Leave a Reply