বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
স্টাফ রির্পোটার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপত্বিতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
Leave a Reply