মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাঙাচোরা সড়কে মালবাহী ট্রাক দেবে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
জানাগেছে, জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচললের অনুপযোগী হয়ে পড়েছে। বারবার ভাঙাচোরা সড়কের গর্তে ভারী যানবাহন আটকে গিয়ে যানজট সহ গাড়ি
চলাচল বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। যে কারণে মানুষের ভোগান্তির শেষ নেই।
এদিকে- মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর-সিলেট সড়কের হামজা কমিউনিটি সেন্টারের সামনে আবারো মালবাহী ট্রাক দেবে যায়। এতে দীর্ঘ যানজটে আটকা পড়েন যাত্রীরা। তবে সড়কের
বেহাল দশার কারণে ভূক্তভোগী জনসাধারণের মধ্যে দিনদিন ক্ষোভ বেড়ে চলেছে। এর মধ্যে সড়কের মেরামতের দাবিতে পরিবহন ধর্মঘট সহ নানা আন্দোলন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কর্ণপাত হচ্ছে না। যদিও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, বন্যার পানি কমে গেলে রাস্তাঘাটের কাজ করা হবে।
Leave a Reply