সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশের বয়স্ক লোকদের ভাতার আওতায় আনা হবে। ধনী
গরিব নির্বিশেষে সকল বয়স্করাই ভাতা পাবেন। মন্ত্রী বৃহস্পতিবার দুুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বয়স্ক নারী পুরুষদের মধ্যে ভাতা বহি বিতরণ উপলক্ষ্যে
এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে
পরিনত হতে চলেছে। এই সরকারের আমলে গত ১০বছরে মানুষের জীবন মানের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের আয় বেড়েছে।
মন্ত্রী বিএনপি জামাত কে ইঙ্গিত করে বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা দেশ রতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন এই সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায়
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,
জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ আকমল হোসেন, সাধারণ সম্পাদক
রেজাউল করিম রিজু, অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার প্রমূখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ ইকরামুল ইসলাম, গীতাপাঠ করেন স্থানীয়
সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারি ধীরেন্দ্র সূত্রধর। বিকেল ৩টায় মন্ত্রী এম এ মান্নান উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply