শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নিরাপদ সড়ক ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, থানার এসআই আফছার আহমদ, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর সচিব মোবারক হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক শংকর রায়, শিক্ষক বিশ^জিত দাস, ছালেহা পারভীন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর, উপজেলা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, সাধারণ সম্পাদক রেজন মিয়া, সাংবাদিক মো.শাহজাহান মিয়া প্রমূখ।
সভায় জগন্নাথপুর পৌর শহরের সড়ক নিরাপদ ও যানজটমুক্ত করার লক্ষে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা। এছাড়া জগন্নাথপুর-সিলেট বেহাল সড়ক মেরামতের জোর দাবি জানানো হয়। এ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার। তবে সড়ক মেরামতের দাবিতে মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘটের বিষয়টি উত্থাপন হলেও ধর্মঘট প্রত্যাহার নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুর-সিলেট সড়কে ৪০ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হতে আরো ২/৩ মাস সময় লাগবে। কাজ শেষ হতে আরো ২/৩ বছর সময় লাগবে। এ সময় পর্যন্ত স্থানীয় উদ্যোগে সড়কে মেরামত কাজ চলমান রাখতে তিনি জনগণের প্রতি আহবান জানান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply