শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাবের হাতে ভূয়া ডাক্তার আটক হয়েছে। আটক ভূয়া ডাক্তারের নাম বেলাল হোসেন। সে ফেনী জেলার, সোনাগাজী থানার, সোনাপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। সে দীর্ঘদিন ধরে উপজেলার সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজার এলাকায় ডাক্তার পরিচয়ে রোগীদের প্রতারনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিলেট র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শাহারপাড়া এলাকায় প্রতারক চক্রের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন শাহারপাড়া বাজার এলাকার মা সালমা এন্ড নাদিয়া ফার্মেসীর সামনে থেকে ০১ জন ভূয়া ডাক্তারকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ বেলাল হোসেন (৪৪), পিতা- মোঃ আব্দুর রহিম, সাং- সোনাপুর (দেওয়ান বাড়ী), থানাঃ সোনাগাজী, জেলাঃ ফেনী, বর্তমান ঠিকানা- মঞ্জুর কবির বাড়ির ভাড়াটিয়া, সাং পশ্চিম তিলক, থানাঃ জগন্নাথপুর, জেলাঃ সুনামগঞ্জ। উল্লেখ্য যে, মোঃ বেলাল হোসেন, মা সালমা এন্ড নাদিয়া ফার্মেসীতে বসে ডাক্তার পরিচয়ে দীর্ঘ দিন যাবত চিকিৎসা প্রদান করে আসছে। তার চিকিৎসা পত্রে MBBS; C.C.E; M-DHAKA MEDICAL COLLAGE HOSPITAL; R.M.O DHAKA UNIVERCITY: GOVT RG NO-BADS-1009006/Aলেখা আছে। তার কাছে সংশিষ্ট কাজগপত্র এবং সার্টিফিকেট দেখতে চাইলে তিনি তা প্রদান করতে ব্যর্থ হন। বিএমডিসি’র রেজিষ্ট্রেশন ব্যতিত ডাক্তার পরিচয় দেয়া প্রতারণার সামিল, বিধায় তাকে গ্রেফতারপূর্বক উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকতৃদের মঙ্গঁলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply