শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর সহ সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলায় আওয়ামী লীগের সন্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান। মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে
সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এর উদ্যাগে আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ১ অক্টোবর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়। ওই সভায় আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জগন্নাথপুর সহ সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে।
Leave a Reply