মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৩জন গ্রেফতার

জগন্নাথপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৩জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রবাসীর পক্ষ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভাড়াটে অস্ত্রধারীরা গ্রামবাসীর সাথে বড় ধরণের সংঘর্ষের প্রস্তুতি কালে মঙ্গলবার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এতে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন দিনাজপুর জেলার খানশেমা থানার গুলিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবদুল মতিন, সিলেটের জৈন্তাপুর থানার লামা মহাইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইছ উদ্দিন, একই গ্রামের আবদুস ছাত্তারের ছেলে মোঃ আলী, সিরাজুল হকের ছেলে নাসির উদ্দিন, আবদুল খালেকের ছেলে আল আমিন, ইসহাকপুর গ্রামের আবদুল আজিজের ছেলে রুহুল আমিন টিপু, একই গ্রামের মৃত আবদুল গণির ছেলে আবদুল বছির, মৃত হবিব উল্লার ছেলে আবদুল কাইয়ূম, মৃত আবদুল মতিনের ছেলে আবদুর রশিদ, মৃত আবদুন নুরের ছেলে জুরে আলম, সিলেটের বড়ইকান্দি এলাকার তাহির আলীর ছেলে সুমন মিয়া, বাড়ি জগন্নাথপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে এনাম মিয়া ও একই গ্রামের হারিছ আলীর ছেলে শফিকুল ইসলাম ।
তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি তলোয়ার, ২টি রামদা, ২টি ছুরি, ১টি বর্শা, ৫টি সুলফি, ২টি বল্লম ও ৫৫টি গাছের শলা রকম বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ইসহাকপুর গ্রামের পংকি মিয়ার লোকজনের হামলায় একই গ্রামের সরোয়ান আহমদ নামের এক যুবক আহত হন। আহত যুবক এখনো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনায় আবারো আহত পরিবারের লোকজনকে মারপিট করতে হামলাকারী পংকি মিয়ার পক্ষে ইসহাকপুর গ্রামের জনৈক যুক্তরাজ্য প্রবাসীর লোকজন দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্রধারীদের এনে তাদের বাড়িতে রাখেন। এ খবর পেয়ে মঙ্গলবার সকালে জগন্নাথপুর থানার এসআই অুনজ কুমার দাশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, ভাড়াটে অস্ত্রধারীরা সংঘর্ষের জন্য প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করায় বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। তিনি জানান এসআই অনুজ কুমার দাশ বাদী হয়ে এর‌্যাপারে অস্ত্র আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com