বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমি আবাদে ব্যস্ত সময় পাড় করছেন হাওর পাড়ের কৃষকরা। উপজেলার নলুয়ার হাওর, মই হাওর, পিংলা হাওর, মুমিনপুর হাওর, দলুয়া হাওর, নারিকেলতলা হাওর সহ উপজেলার ছোট বড় ১৫টি হাওরে বোরো জমি আবাদ শুরু করেছেন কৃষকরা।
রোববার সরজমিনে নলুয়া ও পিংলার হাওর সহ কয়েকটি হাওরে দেখা যায়, হাওরে হাওরে জমি পরিচর্যা ও বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এ সময় কৃষকরা বলেন, আমরা এবার অন্য বছর থেকে বেশি জমি আবাদ করার লক্ষ্যে কাজ করছি। মহান আল্লাহ পাকের রহমতে আশা করছি ভাল ফলন পাবো। #
রোববার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদার জানান, এবার জগন্নাথপুর উপজেলার ১৫টি হাওরে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করবেন কৃষকরা। আমরা সরজমিন হাওর পরিদর্শন করছি এবং ইতিমধ্যে উপজেলার কয়েক হাজার কৃষককে উন্নত আবাদের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারিভাবে গরিব কৃষকদের সার বীজ দিয়ে সহায়তা করা হয়েছে। আগামীতে সহায়তা অব্যাহত থাকবে।
ছবি ক্যাপশন-জগন্নাথপুরে ধানের চারা উত্তোলনে ব্যস্ত কৃষক।
Leave a Reply