বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরসভার জনপ্রিয় মেয়র আলহাজ্ব আবদুল মনাফ (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার স্থানীয় সময় রাত ১০টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ছেলে ৬মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবদুল মনাফ দ্বিতীয় বারের মতো জগন্নাথপুর পৌর সভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন সজ্জ্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি ছিলেন। তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিবাদমান দু’পক্ষকে ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রনি ভূমিকা রাখেন। জগন্নাথপুর পৌর সভাকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে পৌর মেয়র আব্দুল মনাফ এর অবদান অনস্বীকার্য। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সিলেট শামীমাবাদ আবাসিক এলাকায় বসবাস করছিলেন। সেখানে জামে মসজিদ,স্কুল সহ বিভিন্ন উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার সচীব মোবারক হোসেন এ প্রতিবেদককে জানিয়েছেন মরহুম মেয়র আব্দুল মনাফের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। জানাজার নামাজের সময় পরে জানানো হবে। এছাড়া শ্রদ্ধা নিবেদনের জন্য লাশ পৌরসভায় রাখা হবে।
মেয়র হাজী আব্দুল মনাফ গত ছয় মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। লন্ডনে হার্টের বাইপাস অপারেশন করে সুস্থ হয়ে দেশে ফিরে আবারো দায়িত্ব পালন করে কিছুদিন পর হঠাৎ করে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে রাজধানীর স্কয়ার হাসপাতালসহ সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে আবারও লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে গত রাত দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেয়র আব্দুল মনাফ এর মৃত্যুর খবর জগন্নাথপুরে এসে পৌঁছলে জগন্নাথপুর পৌরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র আবদুল মনাফ পৌরবাসীর নিকট একজন জনপ্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক এনামুল কবির, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ব্রিটিশ ম্যাজিষ্টেট সুয়েব আহমদ তালুকদার, যুক্তরাজ্যস্ত বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর মোঃ মুজাক্কির আলী, মুক্তিযুদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযুদ্ধা এম এ মালেক খান, যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি জুবায়ের আহমদ হামজা, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি সভাপতি আক্তার হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রায় সাদ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, কবি ও সাহিত্য গবেষক দিনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর নিউজ ডটকমের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তৌফিক আলী মিনার, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুজিবুর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবু তাহের, হাজী তছির আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল কালাম রাজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, এনামুল হক রেনু, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সাংবাদিক আব্দুল হাই, মাসুম আহমদ, আলী আহমদ, হুমায়ুন কবির, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক আমিনুল হক সিপন, শুভ প্রতিদিন পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাশ, সিনিয়র সহ-সভাপতি বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি দাস, নির্বাহী সদস্য রূপক কান্তি দে, সুদীপ ভট্টাচার্য্য, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সদস্য নুরুল হক, প্রচার সম্পাদক আব্দুল জব্বার পৌর আওয়ামীলীগ সভাপতি ডাক্তার আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, শ্রম সম্পাদক আব্দুল জলিল, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,কাউন্সিলর দিলোয়ার হোসাইন, কাউন্সিলর মামুন মিয়া, কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর দ্বীপক গোপ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া,
উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সহ সভাপতি কল্যান কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
মেয়র আলহাজ্ব আবদুল মনাফ এর পারিবারিক সূত্র ও পৌর সচিব জানান, লন্ডন থেকে লাশ গ্রামের বাড়ি নিয়ে আসার প্রস্ততি চলছে। জীবদ্দশায় তিনি বাবা মায়ের পাশে নিজের কবর তৈরি করে রেখে গিয়েছেন। মেয়র আলহাজ্ব আবদুল মনাফ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply