শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমের উপসর্গ নিয়ে একজন সনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর। তিনি জানান, করোনা পজেটিভ ১৮ বছর বয়সী এক তরুণ গত ১৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে পরিবারের ১৩ সদস্য নিয়ে জগন্নাথপুর উপজেলার নিজ গ্রামে এসেছিলেন। খবর পেয়ে ১৯ এপ্রিল বাড়ি থেকে আমরা তাদের নমুনা সংগ্রহ করি।আজ প্রতিবেদন পেলে ওই তরুণ করোনা পজিটিভ বলে নিশ্চিত হই। তিনি জানান আমরা ওই বাড়িসহ আশপাশ বাড়ি লকডাউনের প্রস্তুতি ও তাকে চিকিৎসার জন্য প্রস্তুতি গ্রহন করেছি।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত জানান,করোনা পজিটিভ সনাক্তের খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে এলকো লকডাউনের প্রস্তুতি নিচ্ছি।
Leave a Reply