বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকার কর্তৃক কৃষকদের নিকট থেকে বোরো ধান সংগ্রহের তালিকা যাচাই-বাছাই শেষে রোববার লটারির মাধ্যমে সুবিধাভোগী ১ হাজার ৮শ ৬৩ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
লটারিতে বিজয়ী কৃষকদের নিকট থেকে আগামীকাল সোমবার থেকে ধান ক্রয় করা হবে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে কৃষকদের উপস্থিতিতে ধান সংগ্রহের লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে লটারি প্রদানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ।
জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত ও প্রান্তিক কৃষকের নিকট থেকে লটারির মাধ্যমে আমরা বোরো ধান ক্রয় করার উদ্যাগ গ্রহণ করেছি। একজন প্রান্তিক কৃষকের নিকট থেকে এক টন, মাঝারি কৃষকের নিকট থেকে দুই টন এবং বড় কৃষকের নিকট থেকে তিন টন করে ধান সংগ্রহ করা হবে।
তিনি বলেন, তালিকাভূক্ত ৫ হাজার ৬শ ৫৯ জন কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৮শ ৬৩ জন কৃষক মনোনীত হয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রব জানান, ১১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে। জগন্নাথপুরে দু’টি গুদামে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ৬শ ৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।
Leave a Reply