রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৩২ জন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে মোট ১৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২২ জন মারা যায়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭৮৭ টি।
আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়।
Leave a Reply