শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত জগন্নাথপুরে আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদে সকাল সাড়ে সাত টা থেকে সকাল সাড়ে আট টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদের বছরের ন্যায় এবারও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল। তবে করোনাভাইরাসের পরিস্থিতির কারণে মসজিদে কিছুটা ফাঁক হয়ে সারিবদ্ধ হয়ে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা।
এদিকে করোনা থেকে রক্ষা পেতে মহান আল্লাহ বাব্বুল আলামিনের দরবারে দেশ ও বিশ্ববাসীর জন্য নামাজ শেষ মোনাজাত করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে জগন্নাথপুরে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা অনুয়ায়ী স্বাস্হ্যবিধি ঈদের নামাজ আদায়ের জন্য আমরা প্রতিটি মসজিদ কমিটি কে অবহিত করেছি।
Leave a Reply