শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষনার পর লকডাউন চলছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে লকডাউন চলছে। তবে সকাল থেকে পৌর শহরে মিনিবাস ছাড়া ছোট ছোট অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।
প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে।
সরেজমিন দেখা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় পৌর পয়েন্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে যান চলাচল বিঘ্নিত হয়।
শহরের জগন্নাথপুর-সুনামগঞ্জ-বাস থেকে সুনামগঞ্জে যাত্রীবাহী বাস চলাচল করেনি। এছাড়াও জগন্নাথপুর-সিলেট কোন বাস সরাসরি চলাচল না করলেও পৌরসভার শেষ সীমান্ত এলাকা থেকে সিলেটের সঙ্গে বাস চলাচল করছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিস্থিতিতে সরকারী সিদ্ধান্তের আলোকে ওই দুই এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে। যার প্রেক্ষিতে আজ থেকে কার্যকর করতে আমরা মাঠে কাজ করছি।
প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথপুরে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। জগন্নাথপুর পৌরসভায় করোনা আক্রান্ত সংখ্যা ২৮ জন এবং সৈয়দপুর এলাকায় ৯জন রয়েছেন।
Leave a Reply