সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনয়িনের মিলিক গ্রামে সংঘটিত কৃষক তখলিছ মিয়া হত্যাকাণ্ডের মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বারিক মিয়া (৫০) ও তার ছেলে সুমন মিয়া (৩০)।
পুলিশ জানায়, গত মে মাসে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন কৃষক তখলিছ মিয়া। এ ঘটনায় নিহতের ছেলে কবির মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা হামলা দায়ের করেন। ওই মামলার এজাহার ভূক্ত ৭ নম্বর আসামি বারিক মিয়া এবং ৩ নম্বর আসামি তার ছেলে সুমন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বালাগঞ্জের আসামপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এর পূর্বে ওই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর রাজিব রহমান জানান, হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply