সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২০২৫-২০২৬ সেশনের জন্য চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নতুন ইসি শপথ নেবেন রোববার দীর্ঘ ১৩ বছর পরে বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান এর বাংলাদেশে আগমন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা  জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর; সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে যুক্তরাজ্যের এএন টিভি’র পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা একযুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর পূরবী এলাকার বাসিন্দা আরটিভির স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী (৪৭) বুধবার সকাল সাড়ে ১১টায় নিজ বাসায়  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

আবেদ মাহমুদ চৌধুরী প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদ, জাতীয় দৈনিক আজকের কাগজে সুনামের সঙ্গে কাজ করেছেন বহুদিন। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত সক্রিয় সাংবাদিক ছিলেন তিনি। সুনামগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সদস্য ছিলেন। সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। বিনয়ী-সদালাপি এই গণমাধ্যম কর্মীর মৃত্যুর সংবাদে সুনামগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী সাংবাদিক, জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনের কর্মকর্তাগণসহ শহরের গণ্যমান্যরা তার বাসভবনে মরদেহ দেখতে যান।

তার মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, লেখক-সাংবাদিক অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ তাহের আলম মুনসুর, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ঈশতিয়াক শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জ্যেষ্ঠ সাংবাদিক খলিল রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়,সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্নসাধারন সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ প্রমুখ শোক প্রকাশ করেছেন। আসরের নামাজের পর শহরের আরপিননগর কবরস্হানে তার দাফন সম্পন্ন করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com