শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে তৃতীয় দফা বন্যয় দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। এক দিকে খাদ্য সংকট অন্যদিকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। উপজেলার প্রায় ৫০টি গ্রামের অর্ধলাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। উপজেলার ২৫টি আশ্রয়কেন্দ্রে শত শত বন্যাকবলিত পরিবার আশ্রয় নিয়েছেন। খাবারের জন হাহাকার চলছে। সরকারি বরা্দ্ধ খুবই অপ্রতুল। এলাকার ধনাঢ্য ব্যাক্তিদের বন্যাদূর্গত মানুষের পাশে দাড়াঁনো প্রয়োজন ।
গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার মানুষ নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছেন। শুক্রবার পর্যন্ত নতুন করে ২শতাধিক পরিবারের মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে গত ২৫জুন থেকে জগন্নাথপুরে প্রথম দফায় বন্যা হয় ১২ জুলাই ফের ২য় দফা বন্যা দেখা দেয়। গত ২০জুলাই থেকে অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদী ও হাওরের পানিতে তৃতীয় দফা বন্যা দেখা দেয়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ী ঘর,হাটবাজার উপজেলার বহু রাস্তাঘাট । চরম দূর্ভোগে পড়েছেন মানুষ জন। গরীব পরিবারের মধ্যে খাবারের জন্য আর্তচিৎকার চলছে।
চিলাউড়া -হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জানান, পর পর তৃতীয় দফা বন্যায় নলুয়ার হাওর ব্যষ্টিত আমার ইউনিয়নের কমপক্ষে ২০ টি গ্রামের মানুষ বিপাকে পড়েছেন।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, দুই দফা বন্যার দুর্ভোগ কেটে ওঠার আগেই আবারও তৃতীয় দফা বন্যায় পুরো ইউনিয়নবাসী দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি)ও ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসির আরাফাতের সাথে আলাপ হলে তিনি জানান, জগন্নাথপুরে ২৫টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত দুই শতাধিক পরিবার নতুন করে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি।
Leave a Reply