শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নেব সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে থানা পুলিশ অস্ত্রবাজ সন্ত্রাসী সাইদুল হক( ৩০)কে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। গত রোববার অাধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে গ্রামের দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়া ঘটে। এ সময় সন্ত্রাসী দল প্রকাশ্যে ৮/১০ রাউন্ড গুলী বর্ষন করে এলাকায় আতংকের সৃষ্টি করে। গ্রেফতারকৃত যুবক সৈয়দপুর আগনকোনা গ্রামের ফয়জুল হকের ছেলে।তার বিরুধ্বে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫আগষ্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিত্বে সৈয়দপুর এলাকা থেকে সাইদুল হক কে একটি কালো রংয়ের বন্দুকসহ গ্রেফতার করা হয়। তবে ধৃত সন্ত্রাসীর পরিবারের লোকজনের বরাত দিয়ে এলাকাবাসী জানান, সাইদুল কে মঙ্গল বার ভোরের দিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ জানিয়েছে রাত ১১টায় সাইদুল কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এব্যাপারে জগন্নাথপুর থানায় অস্ত্রে আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১টি ও সৈয়দপুর গ্রামের সালেহ আহমদ ছুটু মিয়া বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার বাদী থানার সাব ইন্সপেক্টর রাজিব আহমদ জানান,ধৃত সন্ত্রাসী সাইদুল কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রোববার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৮/১০ রাউন্ড গুলি বর্ষন করে এলাকায় আতংকের সৃষ্টি করে।
Leave a Reply