বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলা সদরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রওশন আরা ওয়াহেদ রানী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিণী।
এ ছাড়া তিনি উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে অবসরগ্রহণ করেন।
আজ বিকাল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর প্রয়াতের গ্রামের বাড়ি ফতেপুরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply