শুক্রবার, ১১ Jul ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু  জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে সেনেটারি মিস্ত্রি নিহত 

আজ জগন্নাথপুর পৌরসভা নির্বাচন: বর্তমান ও সাবেক মেয়রের লড়াই

আজ জগন্নাথপুর পৌরসভা নির্বাচন: বর্তমান ও সাবেক মেয়রের লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন। এবারই প্রথম ভোটাররা ইভিএমে ভোট দিবেন। এ নিয়ে পৌর নাগরিকদের মধ্যে রয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। তবে সাধারন ভোটারদের অভিমত প্রচলিত নিয়ম ব্যালট পেপারে ভোট হলে সুবিধা হতো।

এবার এ পৌরসভার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেয়রের মধ্যে এমন আভাস ভোটারদের নিকট থেকে পাওয়া গেছে। তাঁরা হলেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া( নৌকা) ও  সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার (চামচ)।   নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন ( ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী বিষ্ণু রায় বিশ্ব (জগ) ও যুক্তরাজ্য প্রবাসী আমজদ আলী শফিক( মোবাইল ফোন)
জানা যায়, ১৯৯৯ সালে জগন্নাথপুর  উপজেলা সদর ইউনিয়ন পরিষদকে পৌরসভায় রূপান্তরিত করে ২০০০ সালে প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হলে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি  মরহুম হারুনুর রশীদ হিরণ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। অল্প দিনে তিনি মৃত্যু বরণ করলে উপনির্বাচনে তাঁর ছেলে মিজানুর রশীদ ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৫ সালে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন।২০১০ সালে নির্বাচনে  উপজেলা বিএনপি সভাপতি আক্তারুজ্জামান আক্তার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মনাফ  মেয়র নির্বাচিত হন। দায়িত্বপালন কালে চলতি বছরের ১১ জানুয়ারী  তিনি মৃত্যুবরণ করলে তাঁর মৃত্যুতে শুন্য পদে গত ১০ অক্টোবর উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী  মিজানুর রশীদ ভূঁইয়া ।  দেড় মাসের ব্যবধানে মেয়াদপূর্তিতে সারাদেশের ন্যায় দ্বিতীয়  দফায় জগন্নাথপুরসহ দেশের ৬৬ পৌরসভার ভোটগ্রহণ আজ ১৬ জানুয়ারী  অনুষ্ঠিত হবে।  ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন , ৩৯ জন কাউন্সিলর ও ৯ জন নারী কাউন্সিলর অংশ নিয়েছেন।পৌর সভায় ভোটার সংখ্যা ২৮,৬৪০
ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে ভোটের মুল লড়াইয়ে বর্তমান পৌর মেয়র আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া নৌকা ও সাবেক পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তারের  চামচ প্রতীকের মধ্যে হতে পারে। বিগত দিনে এ দুই জন মেয়র হিসাবে  সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন। ভোটারদের নিকট দুজনেরই গ্রহন যোগ্যতা রয়েছে। যুগান্তরের সাথ আলাপ কালে দুজনই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এখন অপেক্ষার পালা কে হাসেন শেষ হাসি কে হচ্ছেন আগামী দিনের পৌর সভার মেয়র।  আজ ১৬ জানুয়ারি জনরায়ে সেটা পরিস্কার হয়ে যাবে।
শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান,একটি অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে  সব ধরনের  প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পৌর সভার ১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে এবং ৯টি ওয়ার্ডে ৯জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে ও প্রয়োজনীয় আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com