শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

জগন্নাথপুরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন: স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিজয়ী

জগন্নাথপুরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন: স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিজয়ী

স্টাফ রিপোর্টার:  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার  সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতিকে ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি আওয়া মীলীগ প্রার্থী মিজানুর রশীদ নৌকা প্রতিকে ৮০১৮ ভোট পেয়েছেন।   সকাল থেকেই  কেন্দ্রে কেন্দ্রে নারী ও পূরুষ ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। কোন ধরনের সহিসংসতার খবর পাওয়া যায়নি কোথাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।  এবারেই এই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহন সম্পন্ন হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ইকড়ছই, ভবানিপুর, যাত্রাপাশা, জগন্নাথপুর আর্দশ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, ইসহাকপুর, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্রে উপচেপড়া নারী ও পূরুষ ভোটারের উপস্হিতি  পরিলক্ষিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে তাঁরা সারিবদ্ধ হয়ে লাইনে দাড়িয়ে ভোট দেন।
এদিকে জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে আঙ্গুল চাপ মেশিনে সমস্যা সৃষ্টি করায় অনেক বয়স্ক ভোটার ভোগান্তির শিকার হয়েছেন।
অনেকেই ভোট না দিয়ে বাড়ীতে ফিরে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান যুগান্তর কে বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও  সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। উৎসব মূখর পরিবেশে নারী পূরুষ দল বেঁধে ভোট দিয়েছেন।

বিজয়ী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার মহান আল্লাহ পাকের শোকরিয়া আদায় করে বলেন, ভোটারদের মূল্যবান ভোটে আমি বিজয়ী হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com