শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

জগন্নাথপুর যুবদলের নবগঠিত কমিটির মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জগন্নাথপুর যুবদলের নবগঠিত কমিটির মিছিল ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব প্রত্যাহার, বিএনপির চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  সাজা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ  প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  দুপুর ১২ ঘটিকার সময় প্রতিবাদ মিছিলটি জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পশ্চিম বাজারে এসে জগন্নাথপুর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের যৌথ পরিচালনায় পথসভা অনুষ্টিত হয়েছে।

বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম-আহবায়ক লুৎফু্জামান ছালিক, যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো: বিল্লাল আহমদ, যুগ্ম-আহবায়ক আব্দুল বশির রুহেল, যুগ্ম-আহবায়ক হেলাল আহমদ, যুগ্ম-আহবায়ক তারেক আহমদ, যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সুহিনুর রহমান সুহেল, আবুল হাসনাত আমির, আলিউল আহমদ, আব্দুল মালিক খান, জহরুল খান, দিলতাজ মিয়া, আব্দুল মোমিন জুবেল, মো: আল আমিন, রাজু আহমদ, সেলিম আহমদ, সুয়েব আহমদ, সুলেমান আলী, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ, রওশন মিয়া, ফকরুল ইসমাল, পারভেজ আহমদ তালুকদার, আনিসুর রহমান আবু, আব্দুল হক কামালী, রুকন মিয়া, রুবেল মিয়া, সৈয়দ মিজান, নিক্সন আহমেদ, রুহেল আহমদ চৌধুরী, অদুদ কামালী, হাফিজুর রহমান, আব্দুল সালাম, সেলিম মিয়া, পৌর যুবদলের সদস্য শাহ রুহেল, মঈন উদ্দিন, শাহিন আহমদ, আনোয়ার হোসেন আনু, বেলাল আহমদ, মোত্তাকিন বিল্লাহ, ফজলু মিয়া, আবু মিয়া, লেবু মিয়া, আকবর আলী বিরাজ, রুকন মিয়া, আব্দুল আলিম, মাসুম আহমদ, নাবিল মিয়া, শামসুল ইসলাম, শাহিদ মিয়া, হাসান মিয়া, শফিকুল ইসলাম সফু, আমির আলী, নুর আলম, আব্দুর রহমান, নুর ইসলাম, সুজন আলী সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বৃন্দ এবং জগন্নাথপুর পৌর যুবদলের নেতাকর্মী বৃন্দ।

সভায় বক্তারা স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বীর উত্তম খেতাব সরকার কর্তৃক বাতিল করায় প্রতিবাদ ও নিন্দা জানান।  এসময় তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মিথ্যা বানোয়াট সাজানো মামলায় সাজা দেওয়ার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানিয়েছেন।

নবগঠিত আহবায়ক কমিটি উপহার দেওয়ার জন্য এ সময় জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক  কমিটির পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের প্রতি  কৃতজ্ঞতা এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ( সিলেট বিভাগ ) আনসার উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক এড.  মামুনুর রশিদ কয়েছ সহ সকল নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জগন্নাথপুরে একটি হাওর রক্ষা বাঁধে বেলে মাটি : হুমকির মুখে ফসলী জমি

 

আমিনুল হক সিপন::

 

ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে  বেলে মাটি ব্যবহারের নিয়ম  না থাকলে ও জগন্নাথপুরে একটি  হাওর রক্ষা বাঁধে দায়সারাভাবে বেলে মাটি ব্যবহার করা হচ্ছে।

এতে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মই হাওরের  আগাম ফসলী বোরো জমি হুমকির মুখে থাকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষকেরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হবেন, দাবি করছেন স্থানীয়রা।

 

সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর পোল্ডার -০১)  এর আওতায়  মই  হাওর এলাকার স্টিল ব্রীজের ডান দিকে ২০ নং পিআইসি’র   অধীনে একটি হাওর রক্ষাবাঁধ কাজ চলছে। অথচ বাঁধ নির্মাণে বেলে মাটি ব্যবহার করে হচ্ছে। কোনো কোনো স্থানে নরম বেলে  মাটিতে পা রাখলেই  পা ধেবে যাচ্ছে। এমতাবস্থায় নরম বেলে মাটির উপরে ঘাস লাগানোর কাজ ও চলছে। যা  হাওর রক্ষা বাঁধ নির্মাণের নিয়ম পরিপন্থী।

 

স্থানীয়রা অভিযোগ করেন বলেন,  হাওর রক্ষা বাঁধে নরম বেলে মাটি দিয়ে দায়সারাভাবে কাজ  করা হচ্ছে। এভাবে বাঁধ নির্মাণ হলে; বর্ষায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে এ বাঁধ। । এতে কৃষকদের আশা্-আকাঙ্কার অন্যতম এ বাঁধটি হাওর রক্ষায়  কোনো কাজে আসবে না।

অথচ পানি উন্নয়ন বোর্ডসহ উধ্বর্তন কর্তৃপক্ষ উদাসীন। এমতাবস্থায় দ্রুত  কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,  ২০২০-২১ ইং অর্থ বছরের  হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন  ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ পওর বিভাগ- ২ এর অধীনে জেলার অন্যতম নলুয়ার হাওর (পোল্ডার-০১ ) প্রকল্প বাঁধের কিঃমিঃ ৩২.০৫৬ হতে কিঃমিঃ ৩২.৩০৬ এর মধ্যবর্তী ০.২৫০ কিঃমি অংশ আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় হাওর মই হাওরে উক্ত ফসল রক্ষা বাঁধ চলমান।

১৩ লক্ষ ৯৭ হাজার ৪শত ২৭ টাকা ৩২ পয়সা বরাদ্দে উপজেলার ৫ নং হলদিপুর ইউনিয়নের অন্তর্ভূক্ত ৫ সদস্যের সমন্বয়ে  এ পিআইসি’র কমিটি গঠন করা হয়। বিপ্লব চন্দ্র দাসকে সভাপতি ও মোঃ আব্দুল করিমকে সদস্য সচিব করে উক্ত কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আখল মিয়া,বশির মিয়া ও লিকছন মিয়া।

 

জানা গেছে, নলুয়া নোয়াগাঁও  নিবাসী প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বিপ্লব চন্দ্র দাস, চিলাউড়া নয়াপুঞ্জি ও চিলাউড়া নয়াপুঞ্জি নিবাসী প্রকল্পের সদস্য সচিব  আব্দুল করিম বাঁধের কাজ বালু মাটি দিয়ে দায়সারাভাবে কাজ করাচ্ছেন।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ  জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন  মুঠোফোনে বলেন,  বেলে মাটি দিয়ে বেড়িবাঁধাধের কাজ চলবে না। তিনি আর বলেন, বিষয়টি   আমি খোঁজ নিয়ে দেখছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা ও  নেওয়া হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কোনো গাফিলতি হলে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কমিটির সদস্য সচিব  মুহাম্মদ হাসান গাজী বলেন,  বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। কোনোভাবেই বেলে মাটি দিয়ে কাজ করা যাবেনা। এসময় তিনি নিজেও বলেন, মই হাওরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ হচ্ছে ২০ নং পিআইসি।

 

মুঠোফোনে যোগাযোগ করলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বিপ্লব দাস জানান,  হাওর রক্ষা বাধেঁর নির্ধারিত স্থানের আশপাশে অন্য মাটি না থাকায় বেলে মাটি ব্যবহার করতে হচ্ছে।

 

 

আমিনুল হক সিপন

 

তাং ১০/০২/২০২০

 

মোবাঃ ০১৭১১১০৪৪৪৮

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com