শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও গনধর্ষন মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৪জনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ দিন পুলিশ সুপার ঘটনাস্হল পরিদর্শন করে অপরাধ দমন সভা করেছেন। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মোকদ্দুছ আলী (৩২), বিলাল মিয়া (৩৭), মহিবুর রহমান (২২) ও শাহিনুর রহমান (৩৫)। হামলার ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৫৫জনকে আসামি করে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে। তবে ঘটনার দুইদিন অতিবাহিত হলেও মঙ্গলবার পর্যন্ত হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ডাকাতি ও ধর্ষন মামলার আসামি আব্দুল হাশিমকে ধরতে পারেনি পুলিশ। মঙ্গল বার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসি জানান, জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য গত রোববার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে ডাকাতি ও ধর্ষন মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুল হাশিম (৪২)কে অভিযান চালিয়ে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তিগন্জ বাজারে আসামির আত্মীয়স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় আসামি কে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হলে তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী যুগান্তর কে বলেন, হামলার ঘটনায় এএসআই শফিকুল হক বাদী হয়ে ৫৫ জনকে আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ ৪ আসামিকে গ্রে
Leave a Reply